শিক্ষা বিভাগের শিক্ষা ক্ষেত্ৰে নতুন করে সংযোজিত গুণোৎসব দ্বিতীয় বছরে পা দিলো। চরাইদেউ জেলার সাপেখাতি শিক্ষা খণ্ডের অধীন বিদ্যালয়গুলিতে সোমবার থেকে তিনদিনের কর্মসূচিতে এই গুণোৎসবের সূচনা করা হয়। বরহাট হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে মঙ্গলবার স্কুলের প্ৰাক্তন ছাত্ৰ-ছাত্ৰীদের সঙ্গে মত বিনিময় করেন শক্তিমন্ত্ৰী তপন গগৈ। এদিন ছাত্ৰ-ছাত্ৰীদের সঙ্গে মিলিত হয়ে মত বিনিময় করা ছাড়াও ওই স্কুলের রন্ধন শালাটিও পরিদর্শন করেন তিনি। মন্ত্ৰীর সঙ্গে জেলাশাসক বিবেকানন্দ ফুকনও অংশ নেন। সাপেখাতি শিক্ষা ব্লকের মোট ৩১৫টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব।
Begin typing your search above and press return to search.