সোনারিতে ডাইনি সন্দেহে উন্মত্ত জনতার হামলা,পুলিশি হস্তক্ষেপ বাঁচল শ্ৰমিক পরিবার

সোনারিতে ডাইনি সন্দেহে উন্মত্ত জনতার হামলা,পুলিশি হস্তক্ষেপ বাঁচল শ্ৰমিক পরিবার
Published on

জয়সাগরঃ সোনারির টিয়কহাবি গ্ৰামের চা উপজাতি সম্প্ৰদায়ের একটি গরিব পরিবারকে উন্মত্ত জনতার উন্মাদ হিংস্ৰতা থেকে মঙ্গলবার পুলিশ রক্ষা করতে সক্ষম হয়। চা শ্ৰমিক রতন ও রাধা মির্ধাকে ডাইনি সন্দেহে ওই দিন সন্ধ্যায় একাংশ উন্মত্ত মানুষ মারধর ও আমানুষিক নির্যাতন চালায়। গ্ৰামের একাংশ লোকের অভিযোগ এদের তুকতাকের জন্য কিছু লোক অসুস্থ হয়ে পড়েছেন। তাই ডাইনি সন্দেহে উন্মত্তরা এদের ওপর হামলা চালায়। ওই সময় সচেতন কিছু গ্ৰামবাসী পুলিশকে খবর দেওয়ায় পুলিশ ছুটে এসে পরিবারটিকে উদ্ধার করে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com