Begin typing your search above and press return to search.
সোনার বার ও সিলভার কোটেড রড বাজেয়াপ্ত

গুয়াহাটিঃ পল্টনবাজার পুলিশ রবিবার রাতে প্ৰায় ৭২৬ গ্ৰাম ওজনের ৪ টুকরো সোনার বার চোরাচালানের অভিযোগে বিকাশ কুমার থাপারিয়া নামে এক যুবককে গ্ৰেপ্তার করে। বারগুলোর মূল্য ৩০ লক্ষ টাকা। যুবকটি রাজস্থানের। অন্যদিকে এসটিএফ সোমবার সিলভার কোটেড রড উদ্ধারের সঙ্গে ২ ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে।
Next Story