Begin typing your search above and press return to search.

সোনোয়াল সরকারের কাছে বিশ্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলনের স্টেটাস রিপোর্ট চাইল প্ৰদেশ কংগ্ৰেস

সোনোয়াল সরকারের কাছে বিশ্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলনের স্টেটাস রিপোর্ট চাইল প্ৰদেশ কংগ্ৰেস

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 July 2018 5:22 PM GMT

বিশ্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলনের স্টেটাস রিপোর্ট প্ৰকাশ করতে সোনোয়াল সরকারের কাছে দাবি জানিয়েছে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি(এপিসিসি)।সম্মেলনটি হয়েছিল ফেব্ৰুয়ারিতে।সম্মেলনের পর উদ্যোগীরা কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন তার বিস্তারিত তথ্যও চেয়েছে এপিসিসি।‘বিশ্বের বিনিয়োগকারীরা ১লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন বলে ঘোষণা করা হয়েছিল।আমরাও তাতে স্বাগত জানিয়েছিলাম।কোটি টাকা ঢেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলনের ফল আসলে শূন্য।এটা নিছকই একটা চমক’-বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে একথা বলেন রাজ্য কং প্ৰধান রিপুন বরা।

Next Story
সংবাদ শিরোনাম