Begin typing your search above and press return to search.

সোসিয়েল মিডিয়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি যারা দিচ্ছে তাদের রেয়াত নয়ঃ হিমন্ত

সোসিয়েল মিডিয়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি যারা দিচ্ছে তাদের রেয়াত নয়ঃ হিমন্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Feb 2019 9:32 AM GMT

গুয়াহাটিঃ জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার পর সারা দেশে যখন পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি উঠেছে সেই সময় কিছু যুবক ফেসবুকের পাতায় পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে। এধরনের প্ৰবণতার মূল উদ্দেশ্য কি? অসমেও এজাতীয় ঘটনা ঘটেছে বেশকটি। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের আত্মঘাতী মারণ হামলার বিরুদ্ধে রাজ্যে বসবাসকারী মুসলিমরা যখন পাকিস্তানের ওই কুঅভিপ্ৰায়ের বিরুদ্ধে প্ৰতিবাদ জানাচ্ছে সে সময় একাংশ শিক্ষিত যুবক ফেসবুকের পাতায় পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে।

তবে রাজ্য পুলিশ এব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। পুলিশ দুটো বিষয়ের ওপর বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করেছে। একাংশ যুবকের এই প্ৰবণতা যাতে সাম্প্ৰদায়িক সম্প্ৰীতিকে বিষিয়ে তুলতে না পারে এবং ভ্ৰান্তপথে পরিচালিত এই সব যুবকরা যাতে জেহাদিদের খপ্পরে না পড়ে সেদিকে আলোকপাত করছে পুলিশ। ফেসবুকের পাতায় রাষ্ট্ৰবিরোধী প্ৰচারের জন্য রাজ্যের বিভিন্ন স্থান থেকে কয়েকটি যুবককে আটক করা হয়েছে।

রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার এখানে সাংবাদিকদের বলেন,‘এধরনের কাজ যারা করছে তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না। ভারত বিরোধী কোনও ধরনের কার্যকলাপের সঙ্গে আমরা আপস করবো না। রাষ্ট্ৰবিরোধী শক্তিগুলির বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা অসমকে আরও একটা কাশ্মীর হতে দিতে পারি না। অসমে রোহিঙ্গাদের রক্ষণাবেক্ষণে একটা মৌলবাদী সংগঠন সক্ৰিয় রয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যে জনবিন্যাসগত পরিবর্তন্দের ব্যাপারেও সরকার সচেতন রয়েছে। তাই রাজ্যে সঠিক সময়ে যদি উপযুক্ত পদক্ষেপ গ্ৰহণ করা না হয় তাহলে অসম মৌলবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হবে’।

বরিষ্ঠ আইনজীবী নেকিবুর জামান মনে করেন,রাজ্যে মৌলবাদী শক্তিগুলি নীরবে কাজ করছে। যে সব যুবক সোশিয়েল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে ধ্বনি দিয়েছে মৌলবাদী সংগঠনগুলি এদের মগজ ধোলাই করেছে অথবা তাদের আর্থিক লাভের টোপও দেওয়া হতে পারে। তিনি বলেন,কিছু সংগঠন সন্দেহজনক উদ্দেশ্যে গুয়াহাটিতে সভাও করেছে। তাই এদের গতিবিধির প্ৰতি পুলিশের দৃষ্টি দেওয়া উচিত-বলেন জামান।

‘এই সমস্যা নিরসনে সমাজ এবং অভিভাবকদের সতর্ক হতে হবে। অভিভাবকদের এটা নজরে রাখতে হবে তাদের ছেলেরা কিসে আসক্ত এবং মোবাইল হ্যান্ডসেট তারা কিভাবে ব্যবহার করছে। পথভ্ৰষ্ট এই সব যুবকদের সঠিক দিশায় ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ’।

সোসিয়েল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে ধ্বনি দেওয়ার জন্য অভয়াপুরি পুলিশ মঙ্গলবার রৌমারি এলাকা থেকে রাহুল নামে এক যুবককে গ্ৰেপ্তার করে। সূত্ৰটি বলেছে,রাহুল জিন্টু খান নামে আরও এক যুবকের সহযোগিতায় রাষ্ট্ৰবিরোধী মন্তব্যটি পোস্ট করেছিল।এব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে।

এদিকে পুলওয়ামার শহিদদের স্মরণে হোজাইয়ে বের করা এক শান্তি মিছিলে কিছু লোক পাকিস্তানের সমর্থনে ধ্বনি দেয়। এই ঘটনায় বিজেপি যুব মোর্ছার হোজাই শাখা এবং এবিভিপি-র হোজাই ইউনিট সোমবার রাতে জেলার দুজন সংখ্যালঘু নেতার বিরুদ্ধে রাষ্ট্ৰদ্ৰোহিতার অভিযোগে হোজাই থানায় দুটি পৃথক এফআইআর দাখিল করেছে।

জামিয়া ইসলামিয়া জালালিয়া মাদ্ৰাসা হোজাইয়ের তরফে শান্তি মিছিলটি বের করা হয়েছিল। ওই মিছিলে এআইইউডিএফএ-র জেলা সভাপতি হালাল উদ্দিন আহমেদ এবং জমিয়েত নেতা মুস্তাক আনফর পাকিস্তান জিন্দাবাদ বলে ধ্বনি দেওয়ার অভিযোগ আনা হয়েছে এফআইআরে।

Next Story
সংবাদ শিরোনাম