Begin typing your search above and press return to search.

সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় ২২ জন পুলিশকর্মীকে বেকসুর খালাস

সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় ২২ জন পুলিশকর্মীকে বেকসুর খালাস

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Dec 2018 9:27 AM GMT

সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় ২২ জন পুলিশকর্মীকে বেকসুর খালাস করে দিল বিশেষ সিবিআই আদালত। ১৩ বছর আগে কুখ্যাত গ্যাংস্টার সোহরাবউদ্দিন শেখ এবং তার ডানহাত তুলসিরাম প্রজাপতি পুলিশের গুলিতে মারা যায়। সেই সংঘর্ষ ভুয়ো কি না, সেই নিয়ে তদন্ত করছিল সিবিআই।

এই ঘটনায় রাজস্থান, গুজরাত ও অন্যান্য অঞ্চলের অফিসার মিলিয়ে মোট ২২ জন পুলিশ অফিসারকে অভিযুক্ত করে সিবিআই।উল্লেখ্য, ২০০৫ সালের নভেম্বর মাসে গুজরাত পুলিশ জানায়, গ্যাংস্টার সোহরাবুদ্দিন শেখ একটি এনকাউন্টারে প্রাণ হারিয়েছে। সোহরাবুদ্দিনের সঙ্গে লস্কর–ই–তৈবার যোগ ছিল বলে অভিযোগ। গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্তের অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

কিন্তু এই সংঘর্ষ ভুয়ো কি না, সেই তদন্তের দায়িত্বভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। তদন্তকারী অফিসাররা জানান, অমদাবাদের কাছে সোহরাবুদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোহরাবুদ্দিনের স্ত্রী কৌসর বাঈকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল বলেও জানতে পারে সিবিআই। অন্য দিকে গুজরাত–রাজস্থান সীমান্তের কাছে চাপড়িতে গুলি করে হত্যা করা হয় তুলসিরাম প্রজাপতিকে।যদিও পুলিশ জানিয়েছিল, আদালতে শুনানি চলার পর তুলসিরামকে আহমেদাবাদ থেকে যখন রাজস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় সে পালানোর চেষ্টা করে। তখনই তাকে গুলি করা হয়।

Next Story
সংবাদ শিরোনাম