Begin typing your search above and press return to search.

সোয়াইন ফ্লু প্ৰতিরোধে অসমে জোর সতর্কতা

সোয়াইন ফ্লু প্ৰতিরোধে অসমে জোর সতর্কতা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 Oct 2018 7:30 AM GMT

গুয়াহাটিঃ পাহাড়ি রাজ্য মেঘালয়ে রবিবার পর্যন্ত সোয়াইন ফ্লুতে(এইচ১এন১ জীবাণু)এক ব্যক্তির মৃত্যুর খবরের পরিপ্ৰেক্ষিতে অসমের দুটো ডায়েগনোস্টিক কেন্দ্ৰ-দ্য রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেণ্টার আরএসআরসি,ডিব্ৰুগড় এবং গুয়াহাটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল(জিএমসিএইচ)জোর সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণ করেছে।

ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কণ্ট্ৰোল প্ৰোগ্ৰামের জয়েণ্ট ডিরেক্টর এবং স্টেট প্ৰোগ্ৰাম অফিসার ড. উমেশ পাংচো সোমবার দ্য সেন্টিনেলকে বলেন,এব্যাপারে যে জাতীয় নির্দেশিকা রয়েছে তা রাজ্যের সব জেলা হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। এইচ১এন১ ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য প্ৰযোজ্য নয় বলে উল্লেখ করে ড. পাংচো বলেন, ‘সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত রোগীদের যে চিকিৎসক দল চিকিৎসা বা দেখাশোনা করবেন শুধু সেইসব ব্যক্তিদেরই এই ভ্যাকসিন সরবরাহ করা হবে। গত বছরও সোয়াইন ফ্লুর চিকিৎসার জন্য আমরা আমাদের চিকিৎসক দলকেই এই প্ৰতিষেধক সরবরাহ করেছি। এবছরও আমরা এই নিয়মই অনুসরণ করবো। রাজ্যের সব মেডিক্যাল কলেজ সোয়াইন ফ্লুর চিকিৎসার জন্য প্ৰস্তুত। মেডিক্যাল কলেজগুলি রোগীর রক্তের নমুনা সংগ্ৰহ করে তা আরএমআরসি এবং জিএমসিএইচ-এ পাঠাবে ডায়েগনোসিজের জন্য’।

এই রোগের চিকিৎসায় প্ৰয়োজনীয় প্ৰতিষেধক ও সরঞ্জাম মেডিক্যাল কলেজগুলিতে প্ৰস্তুত রাখা হয়েছে। তাই কোনও রোগীকে ডায়োগনোস্টিক সেণ্টারে ছুটে যাওয়ার প্ৰয়োজন নেই। কোনও রোগী এইচ১এন১ জীবাণুতে আক্ৰান্ত কিনা সেব্যাপারে ডায়োগনোস্টিক সেণ্টারের রিপোর্ট পজিটিভ হলেই মেডিক্যাল কলেজ হাসপাতালগুলি তার চিকিৎসা করতে পারবে-বলেন তিনি।

Next Story
সংবাদ শিরোনাম