Begin typing your search above and press return to search.

সৌভাগ্য যোজনায় ৩১ ডিসেম্বরের মধ্যে এপিএল,বিপিএল স্তরের সব গৃহস্থের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবেঃ গগৈ

সৌভাগ্য যোজনায় ৩১ ডিসেম্বরের মধ্যে এপিএল,বিপিএল স্তরের সব গৃহস্থের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবেঃ গগৈ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Sep 2018 10:12 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যের বিদ্যুৎ প্ৰতিমন্ত্ৰী(স্বতন্ত্ৰ)তপন কুমার গগৈ বিধানসভায় ঘোষণা করেছেন ২০১৮-র ৩১ ডিসেম্বরের মধ্যে সৌভাগ্য(প্ৰধানমন্ত্ৰীর সহজ বিজুলি হর ঘর যোজনার)অধীনে রাজ্যের বিপিএল অথবা এপিএল স্তরের সব গৃহস্থের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। মন্ত্ৰী এই ঘোষণার পাশাপাশি এই আবেদনও রেখেছেন যদি কোনও ঠিকাদার সুবিধাভোগীদের কাছে টাকা দাবি করেন তাহলে উপকৃতরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে পুলিশে এফআইআর করতে পারবেন।

গগৈ সাফ জানিয়ে দেন সৌভাগ্য যোজনার অধীনে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। মঙ্গলবার বিধানসভায় প্ৰশ্নোত্তরকালে কংগ্ৰেসের রোসেলিনা তির্কি জানতে চান ‘সৌভাগ্য যোজনার অধীনে চলতি বছরের ৩১ ডিসেম্বরের চরম সময়সীমার মধ্যে সব বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া কি সম্ভব হবে? এই প্ৰশ্নের জবাবে মন্ত্ৰী বলেন,‘আমরা ইতিমধ্যেই জরিপের কাজ সেরে নিয়েছি। রাজ্যে প্ৰায় ৬৩.৬৪ লক্ষ গৃহস্থ রয়েছেন। এরমধ্যে ১৩,৮৭,১৩১ লক্ষ পরিবার বিদ্যুৎ সংযোগ পাননি। এই এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমাদের বিধায়কদের সাহা্য্যের প্ৰয়োজন রয়েছে। জরিপের সময় বিদ্যুৎ বিহীন কোনও পরিবার যদি আমাদের তালিকা থেকে বাদ পড়ে থাকে তাহলে স্থানীয় বিধায়করা তাদের সংশ্লিষ্ট কেন্দ্ৰের ওই সব গৃহস্থের তালিকা আমাদের কাছে পাঠাতে পারবেন। যে সব প্ৰত্যন্ত গ্ৰামে বিদ্যুতের খুঁটি পৌঁছনো সম্ভব হচ্ছ না সেখানে সৌর শক্তির ওপরই নির্ভর করতে হবে’-বলেন মন্ত্ৰী। গগৈ আরও বলেন,সৌভাগ্য যোজনার অধীনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা ১১ হাজার কোটি টাকার টেন্ডার ডেকেছি।

Next Story
সংবাদ শিরোনাম