Begin typing your search above and press return to search.

স্কুলে পাস-ফেইল প্ৰথা পুনরায় চালু করতে আগ্ৰহী উত্তর পূর্বের রাজ্যগুলি

স্কুলে পাস-ফেইল প্ৰথা পুনরায় চালু করতে আগ্ৰহী উত্তর পূর্বের রাজ্যগুলি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 Oct 2018 12:22 PM GMT

গুয়াহাটিঃ স্কুলের পরীক্ষায় ছাত্ৰদের আটকে রাখার প্ৰথা অবলুপ্ত করতে লোকসভা সম্প্ৰতি শিক্ষার অধিকার(আরটিই)সংক্ৰান্ত আইন সংশোধনের একটি বিল পাশ করে। ওদিকে উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ রাজ্য আগামি শিক্ষাবর্ষ থেকে পাস-ফেইল প্ৰথা চালু করার প্ৰস্তুতি শুরু করেছে। আরটিই আইনের বর্তমান ব্যবস্থা অনু্যায়ী অষ্টম শ্ৰেণি পর্যন্ত কোনও ছাত্ৰকে আটকে রাখা যাবে না। তবে প্ৰস্তাবিত ওই আইন সংশোধনের প্ৰস্তাবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে স্কুলে পাস-ফেইলের প্ৰথা বহাল না রাখা বা রাখার সিদ্ধান্ত রাজ্যগুলির ওপরই ছেড়ে দিতে চাওয়া হয়েছে। ‘রাজ্যসভা যদি এবছর সংশোধনী বিলটি পাশ করে তাহলে আমরা ২০১৯ থেকে অসমে পাস-ফেইল প্ৰথা চালু করার জন্য প্ৰস্তুত। অধিকাংশ স্কুল অবশ্য স্কুল পরীক্ষায় আটকে রাখার নীতি অবলুপ্ত করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছে’। রাজ্য শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা দ্য সেন্টিনেলকে একথা জানান।

অন্যদিকে মিজোরাম ছাড়া উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলি ইতিমধ্যেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্ৰককে বলেছে যে আরটিই আইন সংশোধনে সংসদে একবার বিল পাস হয়ে গেলে তারা পরীক্ষায় পাস-ফেইল নীতি ফের চালু করতে আগ্ৰহী।

Next Story
সংবাদ শিরোনাম