স্পাইডার ম্যানের স্ৰষ্টা স্টান লি-র জীবনাবসান

স্পাইডার ম্যানের স্ৰষ্টা স্টান লি-র জীবনাবসান
Published on

স্পাইডার ম্যান,এক্স ম্যান,হল্ক,আয়রন ম্যান,ব্ল্যাক প্যাস্থার-এর স্ৰষ্টা স্টান লি লস এঞ্জেলসের সিদর্স সিনাই মেডিক্যাল সেণ্টারে মারা গেছেন। বিশিষ্ট এই লেখকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর।

১৯৬১ সালে ডি ফেণ্টাস্টিক ফোর-এর মাধ্যমে শুরু করেছিলেন মার্বেল কমিকস। শিশু সহ সব মানুষের কাছে জনপ্ৰিয় কার্টুন চরিত্ৰ হয়েছিল স্টান লি-র স্পাইডার ম্যান। ১৯৬২ সালে প্ৰথমবার স্পাইডার ম্যানকে এমেজিং ফেণ্টাসির মাধ্যমে জীবন্ত করে তুলেছিলেন লি।

সারা বিশ্বে আজও লি-র চরিত্ৰগুলির কদর এতটুকুও ম্লান হয়নি। ২০০২ সালে লি-র এই কার্টুন চরিত্ৰগুলি চলচ্চিত্ৰের রূপ পরিগ্ৰহ করে। ম্যাগাজিন এবং বইয়ের পাতায় অসামান্য সাফল্যের পর চলচ্চিত্ৰ হিসেবে সারা বিশ্বে অভূতপূর্ব জনপ্ৰিয়তা অর্জন করেছিল স্পাইডার ম্যান।

মঙ্গলবার সকালে খ্যাতিমান এই শিল্পী ও সাহিত্যিকের মৃত্যু সংবাদ টুইট করে জানিয়েছেন তাঁর কন্যা। স্পাইডার ম্যানের স্ৰষ্টা স্টান লি-র মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া পড়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com