Begin typing your search above and press return to search.

স্পেনকে টাইব্ৰেকে ৪-৩ হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টারে

স্পেনকে টাইব্ৰেকে ৪-৩ হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টারে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 July 2018 1:25 PM GMT

অনেক সময় ভাগ্য যে দক্ষতা,বুদ্ধিমত্তাকেও টেক্কা দেয়,রবিবার বিশ্বকাপে রাশিয়া-স্পেনের প্ৰি-কোয়ার্টারের ম্যাচে দেখা গেল তারই বাস্তব ছবি। আয়োজক দেশ রাশিয়া অপেক্ষাকৃত নিচের সারির দল হওয়া সত্ত্বেও স্পেনের মতো শক্তিশালী দলকে বিশ্বকাপের অঙ্গন থেকে ঘরে ফেরার টিকিট ধরিয়ে দেয়। টাইব্ৰেকে রাশিয়া ৪-৩ গোলে স্পেনকে ধরাশায়ী করে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। এদিন লুজনিকি স্টেডিয়ামে রেগুলেশন ও ইনজুরি টাইমের শেষ অবধি ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় রেফারি পেনাল্টি শুট আউটের সিদ্ধান্ত নেন। পেনাল্টি শুটআউটে কোকে এবং ইগর আসপাসের শট আটকে দেন রুশ কিপার ইগর আকিনফিভ। রুশদের ৪টি শটই স্পেনের জাল ভেদ করে। এদিন ম্যাচের ১২ মিনিটে রুশ ডিফেন্ডার সের্গেই ইগনাশেভিচের আত্মঘাতী গোল স্পেনের খাতা খুলে দেয়। ৪১ মিনিটে রাশিয়ার আর্টেম জিয়ুবা গোল করে সমতা ফেরান। রক্ষণশীল ম্যাচে স্পেন আক্ৰমণের চেষ্টা জারি রাখলে রুশদের কঠিন প্ৰতিরক্ষা প্ৰাচীর ভাঙা তাদের পক্ষে সম্ভব হয়নি। রুশদের জয়ের সম্পূর্ণ কৃতিত্ব যে কিপার আকিনফিভের তা বললে বোধহয় ভুল হবে না।

Next Story
সংবাদ শিরোনাম