Begin typing your search above and press return to search.
স্প্যানিস দ্বীপে বন্যায় মৃত ৬

মাদ্ৰিদঃ অবিশ্ৰান্ত বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডবে স্পেনের মালরকা দ্বীপে প্ৰবল বন্যায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। ইমারজেন্সি সেবা বুধবার একথা জানিয়েছে। দ্বীপের পুব প্ৰান্তের স্যান্ট লরেন্স দেশ কারডাসার টাউনের ব্যাপক ক্ষতি হয়েছে। শহরের পথঘাট ভাসছে জল,কাদায়। নদীর কূল ছাপানো জলের তোড়ে ভেসে গেছেন দুজন। উপকূলীয় শহর সিলটেতে দুজনের মৃত্যু হয়েছে। বিবিসি এখবর জানিয়েছে। স্প্যানিস প্ৰধানমন্ত্ৰী পেড্ৰো সানচেজ ক্ষতিগ্ৰস্ত অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন। প্ৰতিকূল আবহাওয়ায় নিখোঁজ হয়েছেন ৯ জন। এদের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে একথা। স্পেনের সামরিক বাহিনী শতাধিক জরুরিকালী কর্মী মোতায়েন করেছে প্লাবিত অঞ্চলগুলিতে। তিনটি হেলিকপ্টার ও সামরিক বিমান কাজে লাগানো হচ্ছে জলবন্দিদের উদ্ধারে।
Next Story