তিনসুকিয়াঃ এখানে আইটিআই মাঠে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের হাতে স্বর্গদেউ সর্বানন্দ সিংহ পুরস্কার তুলে দেওয়া হয়। ২১৩তম সর্বানন্দ সিংহ দিবস ও মটক সাংস্কৃতিক সমারোহ শেষ হয় রবিবার। মুখ্যমন্ত্ৰী সিংহের আদর্শে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
স্বর্গদেউ সর্বানন্দ সিংহের আদর্শে রাজ্যকে এগিয়ে নেওয়ার আহ্বান সর্বার

Next Story