সড়ক সারাইয়ে পথে নামলেন বৌদ্ধ ধর্মগুরু

দিহিং-পাটকাই অভয়ারণ্য হয়ে অসম ও অরুণাচল প্ৰদেশ সংযোগী ৩১৫নং জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। এরফলে নিত্য দিন ভুগতে হচ্ছে পথ যাত্ৰীদের। গুরুত্বপূর্ণ এই পথ মেরামতের জন্য কোনও আগ্ৰহ দেখাচ্ছে না বিভাগীয় কর্তৃপক্ষ ও রাজ্যের পূর্ত বিভাগ। যার জন্য সরকারের প্ৰতি কোনও রকম আশা না রেখে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে জেসিবি নিয়ে পথে নামলেন একজন বৌদ্ধ ধর্মগুরু। ওদিকে পথের এই দুরবস্থার জন্য নাহরকটিয়া এবং জয়পুর অঞ্চলকে অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে থাকতে হচ্ছে। বিকাশের ক্ষেত্ৰেও অনেক পিছিয়ে অঞ্চলটি। পথটি শুধু অসম-অরুণাচল প্ৰদেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়,চিন এবং মায়ানমার সীমান্তে যাওয়ার মূল পথ ভারতীয় সেনা বাহিনীর কাছে।
জয়পুর বর্ষারণ্য দেখতে এসে পথের দুরবস্থার জন্য ফিরে যেতে হচ্ছে দেশি,বিদেশি পর্যটকদের। সরকার অবিলম্বে সঠিক ব্যবস্থা গ্ৰহণ না করলে পর্যটনের ক্ষেত্ৰে তা মোক্ষম আঘাত হানবে। সরকার পথ সারাই করতে না পারলে অন্তত গ্ৰেভেলিং করে যাতায়াতের উপযোগী করার আবেদন জানিয়েছে প্ৰকৃতিপ্ৰেমীরা।