হত্যাকাণ্ডের নিন্দা করে সব মানুষের মধ্যে ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বান আসু,সত্ৰ মহাসভার

হত্যাকাণ্ডের নিন্দা করে সব মানুষের মধ্যে ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বান আসু,সত্ৰ মহাসভার
Published on

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)উজানের তিনসুকিয়া জেলায় ধলা হত্যাকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা করেছে। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ারও দাবি জানিয়েছে তারা। আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য এবং সভাপতি দীপাঙ্ক কুমার নাথ ও সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ এক যৌথ বিবৃতিতে বলেছেন,কেন্দ্ৰীয় সরকার নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ পাস করানোর প্ৰস্তাব রাখার প্ৰেক্ষিতে একাংশ জনপ্ৰতিনিধি উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন।

সর্বোচ্চ ছাত্ৰ সংগঠনের নেতারা তাঁদের বিরুদ্ধে আরও অভি্যোগ করে বলেন,ওই সব জনপ্ৰতিনিধিরা অসম চুক্তির বিরুদ্ধেও প্ৰকাশ্যে বিবৃতি দিচ্ছেন। এরই পরিণামে একাংশ মানুষের মধ্যে বিরূপ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। সরকারও এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। যার পরিণতিতে এমন ঘটনা ঘটেছে। অসম সরকারের স্থানীয় মানুষের ভাবাবেগের প্ৰতি নজর দিয়ে কাজ করা উচিত-উল্লেখ করা হয় বিবৃতিতে। অসম সত্ৰ মহাসভাও তিনসুকিয়া হত্যাকাণ্ডের নিন্দা করেছে। সত্ৰ মহাসভার সভাপতি জিতেন্দ্ৰ নাথ প্ৰধানী এবং সেক্ৰেটারি জেনারেল কুসুম কুমার মহন্তের স্বাক্ষরিত এক প্ৰেস বিবৃতিতে স্থানীয় মানুষের মধ্যে ঐক্য ও ভ্ৰাতৃত্বের বন্ধন অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com