হরিদ্বারঃ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম রবিবার গঙ্গার জলে বিসর্জন দিলেন তাঁর পালিত কন্যা নমিতা। দেশের অন্যান্য আরও ১০০টি পবিত্ৰ নদীতে বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জন দেওয়া হবে। হরিদ্বারের হর-কি-পাউরিঘাটে চিতাভস্ম বিসর্জনকালে বাজপেয়ীর পালিত নাতনি নীহারিকা,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং,বিজেপি সভাপতি অমিত শাহ,উত্তরপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ এবং উত্তরাখাণ্ডের মুখ্যমন্ত্ৰী ত্ৰিবেন্দ্ৰ সিং রাওয়াত উপস্থিত ছিলেন। দেশের অন্যান্য আরও একশোটি পবিত্ৰ নদীতে এই একই সামাজিক রীতি পালন করা হবে। এরআগে এদিন সকালে নমিতা এবং নীহারিকা নয়াদিল্লির স্মৃতিস্থল থেকে বাজপেয়ীজির চিতাভস্ম সংগ্ৰহ করেন। শুক্ৰবার স্মৃতিস্থলেই পূর্ণ রাষ্ট্ৰীয় মর্যাদায় বাজপেয়ীর অন্ত্যেষ্টি সম্পন্ন করা হয়েছিল।
Begin typing your search above and press return to search.