হরিয়ানায় হত্যাকাণ্ডে আভিযুক্তের সঙ্গে সংঘর্ষে পুলিশ সাব-ইন্সপেক্টর নিহত

হরিয়ানায় হত্যাকাণ্ডে আভিযুক্তের সঙ্গে সংঘর্ষে পুলিশ সাব-ইন্সপেক্টর নিহত
Published on

গুয়াহাটিঃ হরিয়ানায় হত্যাকাণ্ডে অভিযুক্তের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন সাব-ইন্সপেক্টর নিহত হন। হরিয়ানার রেওয়ারির ধাউরহেরায় বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। তবে হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিটিকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশের অপরাধ শাখার সাব-ইন্সপেক্টর রণবীর সিং হত্যাকাণ্ডে অভিযুক্ত নরেশ নামের ব্যক্তিটির ধাউরহেরা-ভিওয়াদি রোডে ঘুরে বেড়ানোর খবর বিশ্বস্ত সূত্ৰে জানতে পেরে দলবল নিয়ে রাত ৯-৩০ মিনিট নাগাদ ওই এলাকায় ছুটে যান। ঘটনাস্থলে পৌঁছনোর পর অভিযুক্ত ব্যক্তিটি পুলিশকে তাক করে গুলি চালাতে শুরু করে। গুলি এসে লাগে সাব-ইন্সপেক্টর সিঙের শরীরে। গুরুতর আহত অবস্থায় সিংকে হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

হত্যাকাণ্ডে অভিযুক্ত নরেশকে ঘটনাস্থল থেকে গ্ৰেপ্তার করেন অন্যান্য পুলিশ কর্মীরা। আজই আভিযুক্ত নরেশকে আদালতে তোলা হয়েছে। রেওয়ারির পুলিশ সুপার রাহুল শর্মা বলেছেন,খারখরা গ্ৰামের বাসিন্দা নরেশ গত ৩১ অক্টোবর ধাউরহেরায় ওই গ্ৰামেরই এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত। গ্ৰামের নিহত ব্যক্তিটি ধাউরহেরায় একটি ধাবা চালাতেন। এই ঘটনার পরই পুলিশ নরেশকে খুঁজে বেড়াচ্ছিল। শর্মা আরও বলেন,হত্যাকাণ্ডে এবং খুনের চেষ্টা করার ৩টি মামলায় নরেশ জড়িত। সাব-ইন্সপেক্টর রণবীর এর আগেও নরেশকে একবার গ্ৰেপ্তার করেছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com