উত্তর পশ্চিম হাইতিতে শনিবার রাতের ভূমিকম্পে কমপক্ষেও ১১ জন মারা গেছেন। রিখটার স্কেলে কম্পনের মাত্ৰা ছিল ৫.৯। কর্তৃপক্ষ রবিবার জানিয়েছেন,মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগের মতে,ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্ট-ডি-পাই থেকে ২০ কিমি দূরে সাগর গর্ভের ১৫.৩ কিমি গভীরে। দেশের অসামরিক সুরক্ষা সংস্থার বিবৃতি অনু্যায়ী পোর্ট-ডি-পাইক্স,গ্ৰসমোরনে,চানসোলসে এবং টংটুগা দ্বীপে বহু লোক আহত হয়েছেন। বেশকিছু বাড়ি ভেঙে পড়েছে। হাইতির প্ৰধানমন্ত্ৰী জিন হেনরি সিয়েস্ট টুইটারে দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পের বিস্তারিত তথ্য সংগ্ৰহ করতেও বলেছেন তিনি। হাইতির প্ৰেসিডেন্ট জোভেনেল মইসে জনগণকে স্থির থাকতে এবং ক্ষতিগ্ৰস্ত এলাকায় সাহায্যের জন্য জরুরি ব্যবস্থা গ্ৰহণের নির্দেশ দিয়েছেন।
Begin typing your search above and press return to search.