হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্ৰস্ত ৮০ হাজারের বেশি

হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্ৰস্ত ৮০ হাজারের বেশি
Published on

হাইলাকান্দিঃ কাটাখাল,ধলেশ্বরী ও বরাকের কূল ছাপানো জলে ভাসছে হাইলাকান্দি জেলা। নদীগুলির জল বাড়ছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্ৰবার জানান,৮২,২২৫ জন বন্যায় ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। সর্বমোট ১২৩টি গ্ৰাম ডুবে গেছে। ১৬৪২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। জেলা প্ৰশাসনের তরফে খোলা ৫৫টি ত্ৰাণ শিবিরে আশ্ৰয় নিয়েছেন ৩৩১৬৯ জন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com