হাইলাকান্দিতে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

হাইলাকান্দিতে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
Published on

হাইলাকান্দিঃ হাইলাকান্দি পুরসভা রবিবার এই শহরে বিশেষ পরিচ্ছন্নতা এবং সচেতনতা অভিযান চালায়। পরিচ্ছন্নতা অভিযান সকাল সাতটায় শুরু হয় এবং শেষ হয় নটায়। জেলাশাসক কীর্তি জলি শহরের রাস্তায় পরিচ্ছন্নতা অভি্যানে অন্যান্য কর্মকর্তাদের নেতৃত্ব দেন। পুরসভার কর্মী,মহিলা,যুবক,নজিও এবং সাধারণ মানুষ অংশ নেন সাফাই অভিযানে। এ উপলক্ষে আয়োজিত এক সভায় নাগরিকদের পরিচ্ছন্নতা সম্পর্কে শপথ বাক্য পাঠ করানো ছাড়াও এর গুরুত্ব ব্যাখ্যা করা হয়। জনগণকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে অনুষ্ঠানে পুরসভা ও জেলা প্ৰশাসনের কর্মীরা সক্ৰিয়ভাবে অংশগ্ৰহণ করেন।

অভিযান সফল করে তোলার লক্ষ্যে পুরসভা একটি বিশেষ দল গঠন করে। এই বিশেষ অভিযানে অংশগ্ৰহণকারীদের পোশাক এবং সরজ্ঞাম ইত্যাদি দেওয়া হয়। শহরের বিভিন্ন ওয়ার্ডে নিযুক্ত কর্মীদের কাজ কর্মের প্ৰতি তীক্ষ্ণ নজর রাখা হয়। ঘরে ঘরে নিয়ে বর্জ্য সামগ্ৰী সংগ্ৰহ এবং সেগুলি রিসাইক্লিং করার ব্যবস্থা করা হচ্ছে শহরে। ঘরে ঘরে গিয়ে বর্জ্য সামগ্ৰী সংগ্ৰহ বাবদ প্ৰত্যেক বাড়ি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মাশুল আদায় করা হবে। এছাড়া নদীর জল পরিচ্ছন্ন রাখতে এবং জলের অবাধ প্ৰবাহে কোনও আবর্জনা যেন বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

জেলাশাসক জলি অনুষ্ঠানে বলেন,শহর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব প্ৰতিজন নাগরিকের। তাই প্ৰত্যেককেই সচেতন থাকতে হবে যাতে কেউ শহরের সৌন্দর্য ক্ষুণ্ণ করতে না পারে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com