এএফপিএফ,সিআরপিএফ এবং অসম পুলিশের একটি দল হাইলাকান্দি জেলায় শনিবার আচমকা অভিযান চালিয়ে ৪টি অবৈধ কাঠ চেরাই কল গুড়িয়ে দেয়। বোয়ালিপার,নারাইনপুর,মাটিজুরি ও কাটলিছড়ায় গড়ে উঠেছিল এই কলগুলি। কলগুলি থেকে প্ৰায় ১লক্ষ টাকার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন হাইলাকান্দি ডিভিশনের বনকর্তা এন এইচ মজুমদার।
Begin typing your search above and press return to search.