হাইলাকান্দির প্ৰত্যন্ত গ্ৰামে সোলার স্ট্ৰিট লাইটের ব্যবস্থা

হাইলাকান্দিঃ হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি ব্লকের অধীন প্ৰত্যন্ত ও দূর-দূরান্তের গ্ৰামগুলির পথে সৌর আলোর ব্যবস্থা করা হচ্ছে। জেলাশাসক কীর্তি জলি সোমবার জেলার গুটগুটিতে ৩৫টি সোলার স্ট্ৰিট লাইট উদ্বোধন করেন। বাঘচেরায়ও সোলার স্ট্ৰিট লাইট স্থাপন করা হয়েছে। ওএনজিসি-র স্পনসরকৃত সোলার স্ট্ৰিট লাইট স্থাপনের ফলে স্থানীয় মানুষের জীবনে এক নতুন আশার সঞ্চার করেছে।
ওএনজিসি জেলা প্ৰশাসনের সহযোগিতায় হাইলাকান্দির প্ৰত্যন্ত গ্ৰামে সৌর স্ট্ৰিট লাইট স্থাপনের ব্যবস্থা করে। প্ৰাথমিক পর্যায়ে ওএনজিসি ১,১১৮টি সৌর স্ট্ৰিট লাইট বসানোর অনুমোদন করেছে। এর মধ্যে ৩৫টি গুটগুটিতে,৩০টি রাইফেলমারায়,৩০টি বাঘচেরায় এবং ২০টি দামচেরা গ্ৰামে বসানো হবে। দক্ষিণ হাইলাকান্দি ব্লকের এই প্ৰত্যন্ত গ্ৰামগুলিতে চিরাচরিত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আজ অবধি গড়ে তোলা সম্ভব হয়নি। একথা জানান দক্ষিণ হাইলাকান্দি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং বিডিও পরীক্ষিৎ ফুকন।