হাইলাকান্দি জেলায় বন্যার কবলে প্ৰায় ৬০ হাজার মানুষ

হাইলাকান্দি জেলায় বন্যার কবলে প্ৰায় ৬০ হাজার মানুষ

Published on

হাইলাকান্দিঃ হাইলাকান্দি জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। কাটাখাল ও বরাক বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে। তবে ধলেশ্বরীতে জল কমার লক্ষণ দেখা যাচ্ছে। প্ৰথম দফার বন্যায় এজেলায় ৫৮,২০৮ জন ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। ৭৪০ হেক্টর ফসল জমি জলের তলায়। জেলা প্ৰশাসন ৫১টি ত্ৰাণ শিবির খুলেছে। ২৩৬৮৯ জন আশ্ৰয় নিয়েছেন শিবিরে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com