হাইলাকান্দি থেকে অপহৃত অটো চালকের মৃতদেহ উদ্ধার করিমগঞ্জে

হাইলাকান্দি থেকে অপহৃত অটো চালকের  মৃতদেহ উদ্ধার করিমগঞ্জে
Published on

করিমগঞ্জ জেলার একটি বনাঞ্চল থেকে বুধবার রাতে একজন অটো চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাছাড় জেলার পানিভোরা এলাকা থেকে গত ২ আগস্ট ওই অটোচালক অপহৃত হওয়ার রিপোর্ট পাওয়া গিয়েছিল।

বরিষ্ঠ পুলিশ আধিকারিক রূপম পালের বিবৃতি অনু্যায়ী.পেশায় অটো চালক স্ত্ৰী সুমাকে বলে গত ২ আগস্ট তিনজন যাত্ৰী নিয়ে হাইলাকান্দির সামারিকোনায় গিয়েছিলেন। স্ত্ৰী এক বিবৃতিতে বলেছেন,‘ওটাই ছিল তার শেষ কথা। পরের দিন কিছু অজ্ঞাত লোক আমাকে ফোনে জানায় যে আমার স্বামীকে অপহরণ করা হয়েছে এবং মোটা টাকা মুক্তিপণ পেলেই তাঁকে ছাড়া হবে’। পরিবারের সদস্যরা ইতিমধ্যেই ধলাই থানায় একটি এফআইআর দাখিল করেছিলেন। অটোচালকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর স্থানীয় লোকেরা বৃহস্পতিবার পানিভোরায় শিলচর-আইজল সংযোগী ৩০৬ নং জাতীয় সড়কটি অবরোধ করেন হত্যাকাণ্ডের প্ৰতিবাদে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com