গুয়াহাটিঃ শুক্ৰবার অসম হাই মাদ্ৰাসা পরীক্ষার ফলও ঘোষণা করা হয়। এবার এই পরীক্ষায় পাশের হার ৫০.৬২ শতাংশ। মাদ্ৰাসায় ৯০৯৫ জন পরীক্ষায় বসেছিল,উত্তীর্ণ হয়েছে ৪৬০৪ জন। প্ৰথম হয়েছে ধুবড়ির কামানডাঙ্গা হাইস্কুলের মহম্মদ মিজানুর রহমান। চাপর মাদ্ৰাসা হাইস্কুলের ছাত্ৰ নজমূল হুদা দ্বিতীয় এবং পশ্চিম মঙ্গলদৈ হাইস্কুলের সাবিনা শবনম তৃতীয় স্থান পেয়েছে।
Begin typing your search above and press return to search.