অসম জমিয়ত উলেমার সভাপতি বদরুদ্দিন আজমলের নেতৃত্বে একটি প্ৰতিনিধিদল সোমবার এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলার সঙ্গে দেখা করে একটি স্মারকপত্ৰ তুলে দেন। হাজেলা যে নতুন নির্দেশিকা জারি করেছেন তার সমালোচনা করেছেন আজমল। এনআরসিতে প্ৰচুর লোকের নাম বাদ পড়ার আশঙ্কাও ব্যক্ত করেছেন আজমল।
Begin typing your search above and press return to search.