Begin typing your search above and press return to search.
হাফলঙে ঘটা করে অসম গণ পরিষদ-এর সম্মেলন অনুষ্ঠিত

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের প্ৰতি লক্ষ্য রেখে মঙ্গলবার অসম গণ পরিষদের(অগপ)একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয় হাফলঙের কালচারাল ইনসটিটিউট হলে।সম্মেলনে পৌরোহিত্য করেন অগপ সভাপতি অতুল বরা।উপস্থিত ছিলেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত,কেশব মহন্ত,ফণীভূষণ চৌধুরী ও জেলা কমিটির নেতারা।প্ৰত্যেক বক্তা জেলার বিকাশে স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনে অগপকে ক্ষমতায় আনার জন্য ডিমা হাসাওয়ের জনগণের প্ৰতি আহ্বান জানান।এর আগে গামোছা দিয়ে দলের কেন্দ্ৰীয় নেতাদের স্বাগত জানানো হয়।
Next Story