মধ্যপ্ৰদেশের সেহোরে কংগ্ৰেস নেতা রতন সিং গণনা কেন্দ্ৰে হৃদরোগে আক্ৰান্ত হয়ে মারা গেছেন। প্ৰচার মাধ্যমের রিপোর্ট অনু্যায়ী,মধ্যপ্ৰদেশের সেহোরে কংগ্ৰেসের জেলা প্ৰধান রতন সিং হৃদরোগে আক্ৰান্ত হয়ে গণনা কেন্দ্ৰেই মারা যান। উল্লেখ করা যেতে পারে যে ১৭তম লোকসভা নির্বাচনে কংগ্ৰেস ভরাডুবির পথে এগোচ্ছে জানতে পেরে কংগ্ৰেস নেতার হৃদযন্ত্ৰের ক্ৰিয়া বন্ধ হয়ে যায়। গণনা কেন্দ্ৰে ভোটের ফলাফল জানতে উপস্থিত হয়েছিলেন তিনি। ওই সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং গণনাকেন্দ্ৰেই ঢলে পড়েন মৃত্যুর কোলে।
হারের খবর সইতে না পেরে মধ্যপ্ৰদেশে গণনা কেন্দ্ৰে মৃত্যুর কোলে কংগ্ৰেস নেতা

Next Story