
গুয়াহাটিঃ হিজবুল মুজাহিদিন সহ(এইসএম)সহ জঙ্গি সংগঠনের সঙ্গে সংযোগ রেখে চলা যুবকদের খোঁজে রাজ্য পুলিশ তাদের অভিযান জোরদার করে তুলেছে। এই সব যুবকদের হদিশ পেতে রাজ্যের বিভিন্ন জেলায় জাল বিছিয়েছে পুলিশ। হোজাই জেলাই প্ৰথম যেখানে হিজবুল গোষ্ঠী তাদের আস্তানা গড়ে তোলার চেষ্টা চালায়। কার্বিআংলং ও বরপেটা জেলার বিভিন্ন স্থানে সন্ত্ৰাসী সংগঠনটির সম্ভাব্য সংযোগ গড়ে তোলার বিষয়টি সম্পর্কে পুলিশ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। গুয়াহাটি এই অঞ্চলের প্ৰবেশ দ্বার হওয়ায় পুরো মহানগরী রয়েছে পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে। ডিজিপি কুলধর শইকিয়া সংবাদমাধ্যমকে বলেন,‘সন্ত্ৰাসীদের সংযোগ গড়ে তোলার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এব্যাপারে হাতে আসা প্ৰমাণের ভিত্তিতে তদন্ত প্ৰক্ৰিয়াও এগিয়ে চলেছে’।
এদিকে হোজাই পুলিশ শনিবার রাতে কার্বি আংলং পুলিশের সহযোগিতায় হিজবুলের সঙ্গে সংযোগ রাখার অভিযোগে খেরনি থানা এলাকার মোসোকা ১নং এলাকা থেকে এক যুবককে গ্ৰেপ্তার করে। যুবকটির নাম অভিমণ্যু চৌহান। যুবকটির বাবার নাম সোহন চৌহান,লামডিং থানা এলাকার ৩নং হাতিখুলির বাসিন্দা। এই নিয়ে হিজবুলের সঙ্গে সংযোগ রাখার অভিযোগে গ্ৰেপ্তারের সংখ্যা আট জনে দাঁড়াল।
অন্যদিকে সূত্ৰটি জানাচ্ছে,উত্তরপ্ৰদেশ পুলিশ ধৃত ৮ জনকে তাদের হেফাজতে নিতে চাইছে,সম্প্ৰতি কানপুরে ধৃত কামারুজ্জামানের সঙ্গে তাদের সংযোগ সম্পর্কে খুটিনাটি জানতে। এদিকে গুয়াহাটি পুলিশ রবিবার হাতিগাঁও এলাকায়ও তল্লাশি চালায়। হোজাই পুলিশ রবিবার বরপেটা জেলা থেকে তিন ব্যক্তিকে তুলে আনে। তবে জেরার পর তাদের ছেড়ে দেয়।