হিজবুল মামলার তদন্তের দায়িত্ব নিল নিয়া

হিজবুল মামলার তদন্তের দায়িত্ব নিল নিয়া
Published on

গুয়াহাটিঃ জাতীয় তদন্তকারী সংস্থা(নিয়া)ধৃত জঙ্গি কামার-উজ-জামান এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক থাকা অসম ও দেশের অন্যান্য স্থানে গ্ৰেপ্তার হওয়া ব্যক্তিদের মামলাটি হাতে নিয়েছে। অসম,উত্তরপ্ৰদেশ,জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যে হিজবুল যেভাবে আস্তানা গাড়ার চেষ্টা করছে তার পরিপ্ৰেক্ষিতেই নিয়াকে এর তদন্তের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করা হচ্ছে নিয়া যথাযথভাবে এই মামলার তদন্তের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিতে পারবে।

উত্তর প্ৰদেশে সম্প্ৰতি ধৃত কামার-উজ-জামান বর্তমানে অসমে রয়েছে। জামান বর্তমানে অসম পুলিশের হেফাজতে। জেরার জন্য গত ৬ অক্টোবর তাকে রাজ্যে আনা হয়। আগামিকাল তাকে কানপুরে আদালতে তোলার কথা। এদিকে নিয়া হিজবুল নেটওয়র্ক এবং তাদের সংযোগ,ভবিষ্যৎ পরিকল্পনা ও কোথা থেকে তাদের তহবিল আসছে ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হতে ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে। জামানকে মঙ্গলবার হোজাইতেও একগ্ৰস্ত জেরা করা হয়েছে। হোজাইয়ের পুলিশ সুপার অঙ্কুর জৈন দ্য সেন্টিনেলকে বলেছেন,‘আমরা জামানকে জেরা করেছি। আমাদের হাতে বেশকিছু তথ্যও এসেছে। তবে এই সব তথ্য আমরা নিয়ার সঙ্গে শেয়ার করবো। কারণ নিয়া পুরো মামলার তদন্তের দায়িত্ব হাতে নিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com