
গুয়াহাটিঃ জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)নিয়া আইএসআই যাতে মদতপুষ্ট সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে সংযোগ থাকা ইতিমধ্যেই ধৃত সাত যুবককে জোর জেরা শুরু করেছে। অসম ও উত্তরপূর্বাঞ্চলে হিজবুল জঙ্গি সংগঠনের সঙ্গে ধৃত যুবকদের সংযোগ থাকার রহস্য ফাঁস করতে নিয়ার ছয় সদস্যের একটি দল সুসংহত প্ৰয়াস চালাচ্ছে। হোজাই জেলার যমুনামুখ থানায় হিজবুল মুজাহিদিনের বিরুদ্ধে নথিভুক্ত একটি মামলার প্ৰেক্ষিতেই এই তদন্ত চালানো হচ্ছে।
হোজাইয়ের পুলিশ সুপার অঙ্কুর জৈন দ্য সেন্টিনেলকে বলেন,‘ধৃতদের জেরা চলছে। নিয়ার দলটি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে’। ধৃতদের এই অঞ্চলে ঘাঁটি সম্প্ৰসারণ,নাশকতা ও অন্তর্ঘাত এবং অস্ত্ৰ আমদানির কোনও পরিকল্পনা আছে কি না প্ৰাথমিক তদন্তে এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। নিয়ার দলটি বুধবার অসমে এসে পৌঁছয়। তারা রাজ্য পুলিশ এবং উত্তরপ্ৰদেশ থেকে ইতিমধ্যেই রাজ্যে আসা সন্ত্ৰাস বিরোধী স্কোয়াডের(এটিএস)সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তদন্তের কাজে নেমেছে।
হিজবুল মুজাহিদিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার অভিযোগে পুলিশ এপর্যন্ত সাত জন ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। ধৃতরা হলো,শাহনওয়াজ আলম(৩৯),সইদুল আলম,উমর ফারুক(৩৫),রিয়াজউদ্দিন(৫০),মহম্মদ জয়নাল আহমেদ(৫৫),মহম্মদ বাহারুল ইসলাম(২৩)এবং সাইফুল ইসলাম। সূত্ৰটি বলেছে,রিয়াজউদ্দিন অস্ত্ৰ সরবরাহ সংক্ৰান্ত বিষয়ে হিজবুলের সঙ্গে যোগাযোগ রাখার বেশকিছু প্ৰমাণ পুলিশের হাতে এসেছে। উত্তরপ্ৰদেশের কানপুরে এটিএসের হাতে গত সপ্তাহে ধৃত কামারুজ্জামানের ভাই সাইফুল। এদিকে রাজ্যে হিজবুলের ঘাঁটি গাড়তে আসা কাশ্মীরি যুবকদের খোঁজে রাজ্য পুলিশ হন্যে হয়ে অভিযান চালাচ্ছে।