Begin typing your search above and press return to search.

হিজবুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্কের অভিযোগে এক যুবতী ও এক মহিলা সহ আটক ৪

হিজবুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্কের অভিযোগে এক যুবতী ও এক মহিলা সহ আটক ৪

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Sep 2018 10:06 AM GMT

নগাঁওঃ আইএসআই মদতপুষ্ট সন্ত্ৰাসী সংগঠন হিজবুল মুজাহিদিন রাজ্যের যুবকদের দলে টানা সহ জঙ্গি নেটওয়র্ক ছড়াতে যে জাল বিছিয়েছে,হোজাই পুলিশ শুক্ৰবার যমুনামুখ থেকে একটি হিন্দু যুবতী এবং অন্য তিনজনকে গ্ৰেপ্তার করার ঘটনা এর সত্যতাকেই তুলে ধরছে। এদিকে নগাঁও পুলিশও শুক্ৰবার সন্ধ্যায় টাউন এসআই জীবন মারাকের নেতৃত্বে ননই থেকে এক মহিলা সহ তিনজনকে আটক করে। এদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি ৭.৬৫ এমএম পিস্তল,৫ রাউন্ড তাজা গুলি এবং একটি ন্যানো গাড়ি(নং ০২কে৪৪৫১)।

পুলিশ জানাচ্ছে,হিজবুলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে যমুনামুখ থেকে হিন্দু মেয়েটিকে তুলে আনা হয়। পুলিশের মতে হিজবুলের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে মেয়েটিকে তুলে আনা হয়েছে। ইতিমধ্যেই ধৃত শাহনওয়াজ আলমের একটি মেডিক্যাল ল্যাবরেটরির কর্মী মেয়েটি। শাহনওয়াজের এই ল্যাবরেটরি রয়েছে যমুনামুখে। সম্প্ৰতি হিজবুলের সঙ্গে সম্পর্কের অভিযোগে উত্তরপ্ৰদেশ পুলিশের সন্ত্ৰাস বিরোধী স্কোয়াড(এটিএস)কামারুজ্জামানকে গ্ৰেপ্তার করেছিল।

শাহনওয়াজ এই কামারুজ্জামানেরই ঘনিষ্ঠ সহযোগী। পুলিশ সূত্ৰের মতে,জেহাদের হয়ে কাজ করার জন্য মেয়েটিকে ইসলামে ধর্মান্তরের জন্য বার কয়েক বলা হয়েছে। হোজাইয়ের পুলিশ সুপার অঙ্কুর জৈন বলেন,শাহনওয়াজের ঘনিষ্ঠ আরও কিছু ব্যক্তিকে পুলিশ তুলে এনেছে। জঙ্গি সংগঠনে ভিড়ার জন্য এই অঞ্চলের যুবকদের তারা কী ধরনের টোপ দিচ্ছে এবং এব্যাপারে শাহনওয়াজের মনোভাব কী তা জানাতে আমরা চেষ্টা জারি রেখেছি-বলেন জৈন। তিনি আরও বলেন,ইসলামিক সন্ত্ৰাসী সংগঠনের সঙ্গে সম্পর্কের অভিযোগে যাদের আটক করা হয়েছে তাদের প্ৰত্যেককে গোপন স্থানে পৃথকভাবে জেরা করা হচ্ছে।

Next Story
সংবাদ শিরোনাম