Begin typing your search above and press return to search.

হিন্দু বাংলাদেশি ইস্যু নিয়ে দিশপুরকে সতর্ক করলো আসু

হিন্দু বাংলাদেশি ইস্যু নিয়ে দিশপুরকে সতর্ক করলো আসু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 Oct 2018 7:53 AM GMT

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)দিশপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে এই বলে সতর্ক করে দিয়েছে যে যদি তারা নাগরিকত্ব সংশোধনী বিল’২০১৬ কে সমর্থন করে অসম বিরোধী অবস্থান নেয়,তাহলে তার পরিণতি তাদের ভুগতে হবে। বিতর্কিত বিলটি নিয়ে অসম বিধানসভায় হইচই হওয়ার ঠিক একদিন পরই ছাত্ৰ সংস্থার তরফ থেকে এই সতর্ক সঙ্কেত দেওয়া হয়। আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ মঙ্গলবার সন্ধ্যায় বেশ কড়া ভাষায় জারি করা এক বিবৃতিতে অভিযোগ করেন হিন্দু বাংলাদেশিদের নাগরিকত্ব মঞ্জুর করা নিয়ে দিশপুরের বর্তমান শাসকগোষ্ঠী একটা পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে,যা রাজ্যের স্থানীয় মানুষের ভবিষ্যতে বিরূপ প্ৰভাব ফেলবে।

‘মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মুখে বলছেন তিনি এমন কিছু করবেন না যা স্থানীয় মানুষের স্বার্থের ক্ষতি করে। সোনোয়াল সরকার বিধানসভায় আশ্বাস দিয়েছে,সরকার ঐতিহাসিক অসম চুক্তি লঙ্ঘন করবে না। কিন্তু তা সত্ত্বেও নাগরিক(সংশোধনী)বিলের সমর্থনে হাইকোর্টে হলফনামা দাখিল করে সরকার তার দুমুখো অবস্থানকেই তুলে ধরেছে’। গগৈ বলেন,হিন্দু বাংলাদেশিদের আশ্ৰয় দিতে কেন্দ্ৰ দীর্ঘ মেয়াদি ভিসা ইস্যু করা সহ এধরনের অবস্থানের প্ৰতি আসু কোনওভাবেই সমর্থন জানাবে না।

অসম চুক্তিতে রাজ্যে বিদেশি নাগরিক শনাক্তকরণ ও বহিষ্কারে ১৯৭১ সালের ২৫ মার্চকে চূড়ান্ত তারিখ হিসেবে ধার্য করা হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰের এনডিএ সরকার ২০১৪-এর ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান,বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষণাবেক্ষণ দিতে ২০১৫-র ৭ সেপ্টেম্বর একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছিল।

Next Story
সংবাদ শিরোনাম