হিমাচলে বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে,আটকে আছেন ১৫০০-এর বেশি পর্যটক

হিমাচলে বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে,আটকে আছেন ১৫০০-এর বেশি পর্যটক
Published on

হিমাচল প্ৰদেশে বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে। হিমাচলের বরফাচ্ছাদিত লাহোয়াল স্পিতি জেলায় ১৫০০-এর বেশি পর্যটক আটকা পড়েছেন। বুধবার সরকারি সূত্ৰে জানানো হয়েছে যে বন্যা কবলিত অঞ্চল থেকে লোকজনকে নিরাপদ আস্তানায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে একাজ সারতে আর কিছু সময় লাগবে। রাজ্যের মুখ্যমন্ত্ৰী জয়রাম ঠাকুর আটকে পড়া পর্যটকদের অগ্ৰাধিকার ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে,মঙ্গলবার সন্ধে পর্যন্ত প্ৰায় ৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদের অধিকাংশই রুরকি আইআইটি,গুয়াহাটি আইআইটি,আইআইটি মুম্বইয়ের ফেকাল্টি ও ছাত্ৰ। এছাড়া কিছু বিদেশি পর্যটকও রয়েছেন। ঊচু পাহাড়ি এলাকা বরফে ঢেকে গেছে। মেঘ গর্জনের সঙ্গে ধারা বৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যে সব পর্যটক গত চারদিন ধরে আটকে আছেন তাদের উদ্ধারে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার ও বায়ু সেনা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com