প্ৰচণ্ড দাবদাহ চলছে রাজ্যে। গত তিনদিন ধরে তাপমাত্ৰা বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছে মানুষের। হোজাইয়ের মরিয়ম আজমল উইম্যান আর্টস কলেজে শুক্ৰবার ক্লাস চলা অবস্থায় উৎকট গরমে জ্ঞান হারিয়ে মেঝেতে ঢলে পড়ে ২১টি ছাত্ৰী।