Begin typing your search above and press return to search.

১০০ কোটির টাকার ওএনজিসি কেলেংকারি,জয়সাগর থানার ওসি সাসপেন্ড

১০০ কোটির টাকার ওএনজিসি কেলেংকারি,জয়সাগর থানার ওসি সাসপেন্ড

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Aug 2018 5:13 PM GMT

জয়সাগরঃ ওএনজিসি-র ১০০ কোটি টাকার লোহার পাইপ,স্ক্ৰেপ ও অশোধিত তেল চোরা চালানের কেলেংকারি মামলায় শিবসাগর পুলিশের একজন সাব-ইন্সপেক্টর এবং জয়সাগর থানার ওসি এম গগৈকে শনিবার সাসপেন্ড করেছেন শিবসাগরের পুলিশ সুপার।

প্ৰাপ্ত রিপোর্ট অনুযায়ী,ওএনজিসির ১০০ কোটি টাকার পাইপ চোরাচালান ও স্ক্ৰেপ টেন্ডার কেলেংকারি মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন জয়সাগরের ওসি। এই কেলেংকারিতে বেশকিছু উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ও ওএনজিসির কিছু পদস্থ কর্তা জড়িত থাকার অভিযোগ উঠেছে সম্প্ৰতি। গত প্ৰায় ৭ মাস ধরে এই কেলেংকারির তদন্ত চলছে এবং এরই প্ৰেক্ষিতে লোহা চোরাচালানের দায়ে শিবসাগর পুলিশ ছয় জন লোহা চোরাচালানকারীকে গ্ৰেপ্তার করে।

তবে বর্তমান তদন্তকারী অফিসার তথা জয়সাগর থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে যে অভিযুক্ত ব্যবসায়ী ও ওএনজিসি কর্তাদের বিরুদ্ধে কোনও কার্যকরী পদক্ষেপ নেননি তদন্তকারী অফিসার। কেলেংকারিতে বড় মাপের ব্যবসায়ী ও ওএনজিসি-র পদস্থ কিছু কর্তা জড়িত থাকা সত্ত্বেও তদন্তকারী অফিসার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ করা থেকে সম্পূর্ণ বিরত ছিলেন বলে বেশকিছু প্ৰচার মাধ্যম খবর ছেপেছিল।

Next Story