১১,৪৫০মেট্ৰিক টন চালানি মাছ আমদানি করেছে রাজ্যঃ শুক্লবৈদ্য

১১,৪৫০মেট্ৰিক টন চালানি মাছ আমদানি করেছে রাজ্যঃ শুক্লবৈদ্য
Published on

গুয়াহাটিঃ ২০১৭-১৮ সালে অসম মাত্ৰ ৩.২৭ লক্ষ মেট্ৰিক টন স্থানীয় মাছ উৎপাদন করেছে। এই সময়ে দেশের অন্যান্য রাজ্য থেকে ১১,৪৫০ মেট্ৰিক টন চালানি মাছ আমদানি করতে বাধ্য হয়েছে রাজ্য। মৎস্যমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য বৃহস্পতিবার বিধানসভায় এই পরিসংখ্যান তুলে ধরেন,এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামের এক প্ৰশ্নের জবাবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com