১১ এপ্ৰিল থেকে সারা দেশে সাত দফায় লোকসভা নির্বাচন,ভোট গণনা ২৩ মে

নয়াদিল্লিঃ দেশে লোকসভা নির্বাচন হবে সাত দফায়। আগামি ১১ এপ্ৰিল থেকে ১৯ মে অবধি চলবে নির্বাচন। ভারতীয় নির্বাচন কমিশন রবিবার আড়াই মাস ব্যাপি দীর্ঘ নির্বাচন প্ৰক্ৰিয়ার কথা ঘোষণা করেছে। মানুষ ফের নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন সরকারকেই দ্বিতীয়বারের জন্য বেছে নেবে না বিকল্পের পথে হাঁটবেন তার জন্যই কমিশন ভোটারদের সুবিধার্থে এই দীর্ঘ সময় দিয়েছে।
৫৪৩টি লোকসভা আসনের ভোট গণনা শুরু হবে ২৩ মে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন নির্বাচন প্ৰক্ৰিয়া শুরু হওয়ার পাশাপাশি সব দল ও সরকারগুলির জন্য মডেল কোড অফ কন্ডাক্ট অবিলম্বে বলবৎ হচ্ছে।
একবার মডেল কোড বলবৎ হয়ে গেলে সরকার নীতি সম্বন্ধীয় কোনও সিদ্ধান্ত অথবা নির্বাচন প্ৰক্ৰিয়া চলাকালে কোনও নতুন প্ৰকল্পের কথা ঘোষণা করতে পারবে না।
এদিকে অন্ধ্ৰপ্ৰদেশ,অরুণাচল প্ৰদেশ,ওড়িশা ও সিকিমে একইসঙ্গে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ওদিকে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দাবি উঠলেও নিরাপত্তাজনিত কারণে তা মেনে নেওয়া হয়নি। এই চার রাজ্যে লোকসভায় প্ৰতিনিধি মনোনয়নের দিন একই সঙ্গে বিধানসভার নির্বাচনও হয়ে যাবে।
তামিলনাডুর ১৮টি কেন্দ্ৰ সহ ১২টি রাজ্যের ৩৪টি বিধানসভা কেন্দ্ৰের উপ নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হবে। তামিলনাডুতে ভোটাররা ১৮টি কেন্দ্ৰে শাসকদল এআইএডিএমকে প্ৰার্থীদের ভাগ্য নির্ণয় করবেন। ১৭তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১১,১৮,২৩ ২৯ এপ্ৰিল এবং ৬,১২ ও ১৯ মে।
প্ৰথম দফার ২০টি রাজ্য ও কেন্দ্ৰশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোট হবে। এগুলি হছে অন্ধ্ৰপ্ৰদেশের ২৫, অরুণাচল প্ৰদেশের ২,অসম-৫,বিহার-৫,ছত্তিশগড়-১,জম্মু ও কাশ্মীর-২,মহারাষ্ট্ৰ ৭,মণিপুর-১,মেঘালয়-২,মিজোরাম-১,নাগাল্যান্ড-১,ওড়িশা-৪,সিকিম-১,তেলেঙ্গানা-২,মিজোরাম-১-উত্তর প্ৰদেশ-৮,উত্তরাখণ্ড-৫,পশ্চিমবঙ্গ-২,আন্দামান এবং নিকোবর-১ এবং লাক্ষাদ্বীপ-১।
১৩টি রাজ্য ও কেন্দ্ৰশাসিত অঞ্চলের মোট ৯৭টি আসনে দ্বিতীয় দফায় ভোট হবে ১৮ এপ্ৰিল। এরমধ্যে অসমের ৫,বিহার-৫,ছত্তিশগড়-৩,জম্মু ও কাশ্মীর ২,কর্নাটক-১৪,মহারাষ্ট্ৰ-১০,মণিপুর-১,ওড়িশা-৫,তামিলনাডু-৩৯,ত্ৰিপুরা-১,উত্তর প্ৰদেশ-৮,পশ্চিমবঙ্গ-৩ এবং পচুচেরির ১টি আসনে ভোট নেওয়া হবে।
২৩ এপ্ৰিল ১৪টি রাজ্যের ১১৫টি আসনে তৃতীয় দফায় ভোটগ্ৰহণ পর্ব সারা হবে। এরমধ্যে অসমের ৪,বিহার-৫,ছত্তিশগড়-৭,গুজরাট ২৬,গোয়া-২,জম্মু ও কাশ্মীর-১,কর্নাটক-১৪,কেরল-২০,মহারাষ্ট্ৰ-১৪,ওড়িশা-৬,উত্তর প্ৰদেশ-১০,পশ্চিমবঙ্গ-৫,দাদরা এবং নগর হাভেলি-২ এবং দমন ও দিউত ১টি আসনে তৃতীয় দফায় হবে নির্বাচন।
২৯ এপ্ৰিল চতুর্থ দফায় সারা দেশের নয় রাজ্যের ৭১টি আসনে নির্বাচন হবে। এই রাজ্যগুলি হচ্ছে বিহার-৫,জম্মু ও কাশ্মীর-১,ঝাড়খণ্ড-৩,মধ্যপ্ৰদেশ-৬,মহারাষ্ট্ৰ-১৭,ওড়িশা-৬,রাজস্থান-১৩,উত্তর প্ৰদেশ-১৩ এবং পশ্চিমবঙ্গ-৮।
আগামি ৬মে পঞ্চম দফায় সাত রাজ্যের মোট ৫১টি আসনে ভোট হচ্ছে। এগুলো হচ্ছে বিহার-৫,জম্মু কাশ্মীর-২,ঝাড়খণ্ড-৪,মধ্যপ্ৰদেশ-৭,রাজস্থান-১২,উত্তর প্ৰদেশ-১৪ এবং পশ্চিমবঙ্গ-৭।
১২মে,ষষ্ঠ দফায় ভোট হচ্ছে সাত রাজ্যের ৫৯ টি আসনে। এগুলো হচ্ছে বিহার-৮,হরিয়ানা-১০,ঝাড়খণ্ড-৪,মধ্যপ্ৰদেশ-৮,উত্তর প্ৰদেশ-১৪,পশ্চিমবঙ্গ ৮ এবং দিল্লি-৭।
চূড়ান্ত তথা শেষ দফায় ভোট হচ্ছে ৮টি রাজ্যের ৫৯টি আসনে। এগুলো হচ্ছে বিহার-৮,ঝাড়খণ্ড-৩,মধ্যপ্ৰদেশ-৮,রাজস্থান-১৩,পঞ্জাব-১৩,পশ্চিমবঙ্গ-৯,চণ্ডীগড়-১,উত্তর প্ৰদেশ-১৩ এবং হিমাচল প্ৰদেশ-৪।
অন্ধ্ৰপ্ৰদেশ,অরুণাচল প্ৰদেশ,গোয়া,গুজরাট,হরিয়ানা,হিমাচল প্ৰদেশ,কেরল,মিজোরাম,নাগাল্যান্ড,পঞ্জাব,সিকিম,তেলেঙ্গানা,তামিলনাডু,উত্তরাখণ্ড,আন্দামান ও নিকোবর,দমন এবং দিউ,লাক্ষাদ্বীপ,দিল্লি ও চণ্ডীগড়ে একই দিনে নির্বাচন সেরে ফেলা হবে।