গুয়াহাটিঃ জিআরপি কর্মীরা রবিবার গুয়াহাটি রেল স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে ১২ কেজি আগর কাঠ বাজেয়াপ্ত করেছে। ধৃত ব্যক্তির নাম মইদুল ইসলাম(২৬)। ব্যক্তিটি হোজাই জেলার বাসিন্দা। এই আগর কাঠ নিয়ে সে কেরল যাচ্ছিল বিবেক এক্সপ্ৰেসে। ব্যক্তিটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্ৰহণের জন্য।
এদিকে মহানগরীর গড়চুক পুলিশ সম্প্ৰতি আহোম গাঁওয়ের একটি ভাড়া বাড়ি থেকে চুরি যাওয়া বাইক ও স্কুটি উদ্ধার করেছে। চলতি বছরের ফেব্ৰুয়ারি মাসে বশিষ্ঠ এলাকা থেকে বাইকটি চুরি গিয়েছিল। দুটো দুচাকার যানে কোনও নম্বর প্লেট ছিল না।