
গুয়াহাটিঃ সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন সরকার যেসময় দুর্নীতিমুক্ত অসম গড়ার চেষ্টা চালাচ্ছে সেইসময় অসম পুলিশের ভিজিল্যান্স এবং দুর্নীতি বিরোধী শাখা ১৭৩.১০ কোটি টাকা সরকারি তহবিল তছরুপের ঘটনা চিহ্নিত করেছে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাপক সংখ্যক সম্পত্তি ও বিনিয়োগ সম্পর্কিত নথিপত্ৰ। অসম পুলিশের তরফে সদ্য প্ৰকাশিত এক খবরের পর এই ঘটনা প্ৰকাশ্যে আসে। সরকারি তথ্য অনু্যায়ী,রাজ্য পুলিশের ভিজিল্যান্স এবং দুর্নীতি বিরোধী শাখা এ সংক্ৰান্তে ২৫টি মামলা নথিভুক্ত করেছে এবং সেইসঙ্গে গ্ৰেপ্তার করা হয়েছে ২৩ জনকে। গ্ৰেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সেক্ৰেটারিয়েল স্টাফ এবং তিনজন নাগরিকও রয়েছেন। রাজ্য সরকারের সেক্ৰেটারি পদাধিকারী পর্যন্ত রয়েছেন এই তালিকায়।
সর্বমোট ১৮টি মামলার নিষ্পত্তি করা হয়েছে ‘ছটি মামলা ফিরিয়ে নেওয়া হয়েছে চার্জশিটের ভিত্তিতে। ১২টি মামলার ক্ষেত্ৰে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ৩৯টি নিয়মিত তদন্তের ব্যবস্থা করে ১৬টির তদন্ত করা হয়েছে এবং আইন অনু্যায়ী কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুরূপভাবে ২০১৮-র ১ জানুয়ারি থেকে ওই বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্ৰীর বিশেষ ভিজিল্যান্স সেল ছটি মামলার চার্জশিট দাখিল করেছে এবং সেই অনু্যায়ী সাতজন সরকারি কর্মী ও ৯ জন নাগরিককে গ্ৰেপ্তার করা হয়েছে।