তেহরইক-ই-ইনসাফ পার্টির(পিটিআই)নেতা ইমরান খান আগামি ১৮ আগস্ট পাকিস্তানের প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিচ্ছেন। এরআগে পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্টের আগেই তাঁর শপথ নেবার কথা ছিল। পাকিস্তানের সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ১১৬টি আসন পেয়ে ইমরানের পিটিআই একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে। ইমরান তাঁর শপথ গ্ৰহণ অনুষ্ঠানে ভারতীয় ক্ৰিকেটার কপিল দেব,গাভাস্কর ও নবজিৎ সিং সিঁধুকে আমন্ত্ৰণ জানিয়েছেন।
১৮ আগস্ট পাক প্ৰধানমন্ত্ৰী পদে শপথ নিচ্ছেন ইমরান খান,আমন্ত্ৰিত কপিল দেব গাভাস্কর,সিঁধু

Next Story