১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের হিরো ব্ৰিগেডিয়ার কুলদীপ সিং চান্দপুরি প্ৰয়াত

১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের হিরো ব্ৰিগেডিয়ার কুলদীপ সিং চান্দপুরি প্ৰয়াত
Published on

গুয়াহাটিঃ ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম উল্লেখযোগ্য হিরো ব্ৰিগেডিয়ার কুলদীপ সিং চান্দপুরি আজ সকালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৮ বছর। পাকিস্তানের বিরুদ্ধে ৭১-সালের ওই লড়াইয়ে অংশ নেওয়া ভারতীয় সেনা আধিকারিদের মধ্যে তিনি ছিলেন প্ৰবীণতম।

ব্ৰিগেডিয়ার চান্দপুরি সাহসিকতার জন্য ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান মহাবীর চক্ৰ পুরস্কার পেয়েছিলেন। জেপি দত্তের ছবি ‘বর্ডার’-এ সানি দেউল যে চরিত্ৰ রূপায়ণ করছেন তা থেকে প্ৰয়াত ব্ৰিগেডিয়ার চান্দপুরিকে আর ভাল করে জানা গিয়েছে। ১৯৭১ সালের ৫/৬ ডিসেম্বর রাতে পাক সেনারা ভারতের লঙ্গেওয়ালা এবং রামগড় পোস্ট দখলের জন্য যে আক্ৰমণ চালিয়েছিল সেই সত্য ঘটনাকে অবলম্বন করেই ‘বর্ডার’ ছবিটি তৈরি করা হয়েছিল।

চান্দপুরির ছেলে হরদীপ সিং চান্দপুরি বলেছেন,জার্মানি থেকে প্ৰয়াত ব্ৰিগেডিয়ারের আরও একটি ছেলে ফিরে আসার পরই তাঁর অন্ত্যেষ্টি ক্ৰিয়া সম্পন্ন করা হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com