গুয়াহাটিঃ আগামি লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)অসমে অসম গণ পরিষদ(অগপ)এবং বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্টকে(বিপিএফ)সঙ্গে নিয়েই লড়াইয়ে নামবে। বৃহস্পতিবার বিজেপি-র তরফে শরিক দলগুলির সঙ্গে আঁতাত বজায় রাখার কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। ‘আমাদের কেন্দ্ৰীয় নেতৃত্বের নির্দেশ অনু্যায়ী আমরা লোকসভার নির্বাচনে শরিক দলগুলিকে সঙ্গে নিয়েই ভোটে লড়বো’-বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস মাজুলি জেলায় সাংবাদিকদের কাছে খোলাখুলি একথা বলেন। উল্লেখ্য,বুধবার মাজুলিতেই বিজেপি-র কর্মসমিতির দুদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ১৪টি আসনের মধ্যে বিজেপি সাতটি আসনে বিজয়ী হয়েছিল। ১৯-এর নির্বাচনে দল ১২টি আসন পাবে বলে আশা করছে-বলেন দাস।