২০১৮ সালে রাজ্যে অপরাধের ঘটনা ঘটেছে ১,২৪,৪১৩টি

গুয়াহাটিঃ ২০১৮ সালের ৩১ ডিসেম্বর অবধি পুরো এক বছরে রাজ্যে সর্বমোট অপরাধের ঘটনা ঘটেছে ১,২৪,৪১৩টি। ২০১৭ সালে অপরাধের সংখ্যা ছিল ১,১১,১১৮টি এবং ১৬ সালে নথিভুক্ত হয়েছিল ১,০৭,০২২টি অপরাধের মামলা। অপরাধ তালিকার শীর্ষে রয়েছে গুয়াহাটি মহানগরী। এখানে অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে ১৮,৪৩৬টি। ২০১৮ সালে রাজ্যে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্ৰে অপরাধের ঘটনার একটি পরিসংখ্যান সোমবার রাজ্য বিধানসভায় তুলে ধরা হয়। ওই পরিসংখ্যান অনু্যায়ী,২০১৮ সালে রাজ্যে ১,২৭৪টি হত্যাকাণ্ড,১৯০৯টি ধর্ষণ,৭৬৫১টি অপহরণ,১৫৫টি লুট,১৩৬৯টি ডাকাতি,ভয় দেখিয়ে টাকা তোলার ঘটনা ১৪০৪টি,১৫৬৬৯ চুরির ঘটনা এবং ১০৯৮টি দাঙ্গার ঘটনা ঘটেছে। তাছাড়া এসময়ে সিঁদ কেটে চুরির ঘটনা ৪৫৮০টি,২২১৪টি আত্মসাতের ঘটনা,৫৮৪৮টি প্ৰতারণার মামলা,৯২টি জালিয়াতির ঘটনা ঘটেছে রাজ্যে।
অন্যান্য ধারায় গোটা রাজ্যে অপরাধের ঘটনা ৭৪,২৯৩টি। ভারতীয় দণ্ডবিধি আইনে অপরাধের ১১৫৭৫৬টি মামলা নথিভুক্ত হয়েছে এসময়ে। গৃহমন্ত্ৰীর পক্ষে সোমবার রাজ্য বিধানসভার এই তথ্য তুলে ধরেন সংসদ বিষয়ক মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি। বিধায়ক মামুন ইমদাদুল হক চৌধুরীর এক প্ৰশ্নের জবাব দিতে গিয়ে পাটোয়ারি সদনকে একথা জানান।
পাটোয়ারির মতে,খুনের ঘটনায় গুয়াহাটি শীর্ষে রয়েছে। গত এক বছর মহানগরীতে ৯৬ জন খুন হয়েছেন। ধর্ষণ মামলায় শীর্ষে রয়েছে বরপেটা জেলা। পুরো বছরে বরপেটা জেলায় ২৩৪টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। অপহরণ কাণ্ডের শীর্ষে গুয়াহাটি। গত ১ বছরে গুয়াহাটিতে ৬৭৭টি অপহরণের ঘটনা ঘটেছে। লখিমপুরে সর্বোচ্চ সংখ্যক ১৫টি লুটের ঘটনা ঘটেছে এই সময়ে। ডাকাতির ঘটনায়ও গুয়াহাটি শীর্ষে। এই শহরে পুরো বছরটিতে ৪৬৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। অন্যান্য বিভিন্ন অপরাধের ঘটনায় শীর্ষ স্থানে রয়েছে গুয়াহাটি।