Begin typing your search above and press return to search.

২০১৯-এর নির্বাচনে সুষমার প্ৰতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তকে ধন্যবাদ জানালেন স্বামী স্বরাজ কৌশল

২০১৯-এর নির্বাচনে সুষমার প্ৰতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তকে ধন্যবাদ জানালেন স্বামী স্বরাজ কৌশল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Nov 2018 11:38 AM GMT

নয়াদিল্লিঃ বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্ৰতি স্বাগত জানিয়েছেন তাঁর স্বামী স্বরাজ কৌশল। ‘মেডাম(সুষমা স্বরাজ)আর নির্বাচনে না লড়ার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন,তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মনে করি জীবনে এমন একটা সময় আসে যখন মিলখা সিঙের মতো ব্যক্তিত্বকেও দৌড় থামাতে হয়’-এক গুচ্ছ টুইটে একথা বলেন স্বরাজ কৌশল।

‘এই ম্যারাথন ১৯৭৭ সাল থেকে টানা ৪১ বছর ধরে চলছে। আপনি ১১টি প্ৰত্যক্ষ নির্বাচনে লড়ছেন। বাস্তবে ১৯৭৭ সাল থেকে টানা ৪১ বছর ধরে চলছে এই লড়াই। আপনি ১১টি প্ৰত্যক্ষ নির্বাচনে লড়েছেন। বাস্তবে ১৯৭৭ থেকে মাত্ৰ দুবার ছাড়া প্ৰতিটি নির্বাচনেই প্ৰতিদ্বন্দ্বিতা করেছেন আপনি। ১৯৯১ এবং ২০০৪-এ দুবার দল আপনাকে লড়ার অনুমতি দেয়নি’-বলেন কৌশল।

‘চার বার আপনি লোকসভায়,তিনবার রাজ্যসভায় এবং তিনবার রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছেন। মাত্ৰ ২৫ বছর বয়স থেকে আপনি নির্বাচনে লড়ে আসছেন এবং টানা ৪১ বছর লড়ে গেছেন যাকে নিঃসন্দেহে ম্যারাথন বলা যায়’-কৌশল বলেন। ‘মেডাম-গত ৪৬টা বছর ধরে আপনার পাশাপাশি আমিও দৌড়চ্ছি। আপনাকে ধন্যবাদ’-বলেন কৌশল।

Next Story
সংবাদ শিরোনাম