গুয়াহাটিঃ ২০১৯-এর মার্চ থেকে রাজ্যে সবার জন্য ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করার কেন্দ্ৰীয় সরকারের লক্ষ্য পূরণ করা অসমের পক্ষে সম্ভব নাও হতে পারে। রাজ্য বিদ্যুৎ বিভাগ ইতিমধ্যেই কেন্দ্ৰীয় বিদ্যুৎ মন্ত্ৰককে জানিয়েছে যে বিদ্যুৎ ক্ষেত্ৰে অসমের সামনে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে সেগুলিতে প্ৰথমে নজর দেওয়া প্ৰয়োজন। এজাতীয় চ্যালেঞ্জের দ্ৰুত মোকাবিলায় বিভাগ চেষ্টায় কোনও ত্ৰুটি রাখছে না। তবে এই বিশাল পরিমাণের কাজ ১৯-এর মার্চের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে।
‘বিদ্যুৎ ক্ষেত্ৰের এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা প্ৰথমেই যদি নিষ্পত্তি করা না হয়,তাহলে অসমের পক্ষে কেন্দ্ৰের লক্ষ্য পূরণ করা সম্ভব নাও হতে পারে। যদি রাজ্য ১৯-এর মার্চ থেকে সবাইকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে অগত্যা ব্যর্থ হয় তাহলে রাজ্যের ওপর কোনও জরিমানা না চাপাতে কেন্দ্ৰকে অনুরোধ করেছে অসম সরকার। বিদ্যুৎ বিভাগের একটি সূত্ৰ সেন্টিনেলকে একথা জানিয়েছে।
কেন্দ্ৰ সব রাজ্যকে বলেছিল,এটা আইনি বাধ্যবাধকতার মধ্যে পড়ে ২০১৯-এর মার্চ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করাটা। ১৯-এর মার্চের পর বিশেষ কারণ ছাড়া লোডশেডিং হলে শাস্তির মুখে পড়তে হবে। তবে কারিগরি ইস্যু অথবা দৈব দুর্বিপাকে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে রেহাই থাকছে। অন্যদিকে রাজ্যের সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া নিয়ে প্ৰধানমন্ত্ৰী মোদির উচ্চাশামূলক প্ৰকল্পটি পূরণে অসম আস্থাশীল। রাজ্যের ৬৪ লক্ষের মধ্যে মোট ৪১ লক্ষ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ২৩ লক্ষ বাড়ি এবছর ৩১ ডিসেম্বরের মধ্যে প্ৰধানমন্ত্ৰীর স্কিমের আওতায় আনা হবে।