Begin typing your search above and press return to search.

২০২০-এর মধ্যে উত্তর পূর্বের সব রাজ্যের রাজধানী শহরের সঙ্গে রেল সংযোগ হচ্ছে

২০২০-এর মধ্যে উত্তর পূর্বের সব রাজ্যের রাজধানী শহরের সঙ্গে রেল সংযোগ হচ্ছে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 March 2019 12:57 PM GMT

গুয়াহাটিঃ ভারতীয় রেলওয়ের ভিশন ডকুমেন্ট অনু্যায়ী ২০২০ সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের রাজধানী শহরগুলোকে বিজি লাইনের সঙ্গে সংযুক্ত করা হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার(নির্মাণ শাখা)এনকে প্ৰসাদ মাসিক আন্তঃপ্ৰচার মাধ্যম প্ৰচার সমন্বয় কমিটির(আইএমপিসিসি)এক বৈঠকে একথা বলেন।

শুক্ৰবার গুয়াহাটির মালিগাঁওয়ে এনএফ রেলের(নির্মাণ)কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন তথ্য ও প্ৰযুক্তি মন্ত্ৰকের উত্তর পূর্বাঞ্চলের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ভাটওয়ালিয়া। জেনারেল ম্যানেজার বৈঠকে উত্তর পূর্বাঞ্চলে রেলওয়ের পরিকাঠামো সম্পর্কে অংশগ্ৰহণকারীদের বুঝিয়ে বলেন। এনএফ রেলের অভীষ্ট,লক্ষ্য,সাফল্য এবং চলতি প্ৰকল্পগুলি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন,উত্তর পূর্বাঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সু্যোগ সুবিধা গড়ে তোলার জন্য এনএফ রেলওয়ে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে।

রেলের এক প্ৰেস বিবৃতিতে জানানো হয়েছে যে ২০২০ সালের মধ্যে উত্তর পূর্বের রাজধানী শহরগুলির সঙ্গে বিজি সংযোগ স্থাপন করা ছাড়াও এনএফ রেলের অন্যান্য অভীষ্ট লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের পুরো মিটার গেজ লাইনকে বিজিতে রূপান্তর করা,যাতে যোগাযোগ ব্যবস্থা আরও দ্ৰুততর করে তোলা যায়। তাছাড়া নিউ জলপাইগুড়ি থেকে লামডিং পর্যন্ত ডাবল রেললাইনও বসানো হবে।

আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে এনএফ রেলের। এএফ রেলওয়ে বর্তমানে ৪৩টি প্ৰকল্প হাতে নিয়েছে। এরমধ্যে ১৪টি প্ৰকল্প ফিজিক্যালি সম্পূর্ণ হয়েছে। তিনটি প্ৰকল্প সিসিইএ-র সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে। ৪টি প্ৰকল্প রয়েছে প্ৰাথমিক পর্যায়ে। প্ৰকল্পগুলির কথা বিস্তারিতভাবে তুলে ধরার পর আইএমপিসিসি-চেয়ারম্যান ভাটওয়ালিয়া দেশের অন্যান্য স্থানের সঙ্গে উত্তর পূর্বের সংযোগ স্থাপনে এনএফ রেলের প্ৰয়াসের প্ৰশংসা করেন।

Next Story
সংবাদ শিরোনাম