গুয়াহাটিঃ অসম প্ৰকাশন পরিষদের উদ্যোগে আগামি ২২ ডিসেম্বর ২০১৮ থেকে ২ জানুয়ারি ২০১৯ পর্যন্ত গুয়াহাটি ছান্দমারি স্থিত অসম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট খেলার মাথে অনুষ্ঠিত হবে। শনিবার এখবর জানিয়েছেন অসম প্ৰকাশন পরিষদের সচিব প্ৰমোদ কলিতা। ৩২ তম এই বই মেলাকে কেন্দ্ৰ করে পরিষদের কর্মকর্তাদের মধ্যে গতবছছরের মতো এবছরও ব্যস্ততা শুরু হয়ে গেছে।
এবারের বই মেলায় অন্যতম আকর্ষণীয় কার্যসূচী হিসেবে রয়েছে সাহিত্য একাডেমি ও অসম প্ৰকাশন পরিষদ উদ্যোগে আয়োজন করা হবে রাষ্ট্ৰীয় যুব লেখক সমাবেশ। পরিষদেত সচিব কলিতা এও জানান,এই সমাবেশে অসম এবং দেশের বিভিন্ন প্ৰান্ৰ থেকে শতাধিক যুব লেখক অংশগ্ৰহণ করবেন। ২৯ এবং ৩০ ডিসেম্বর সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে এই সমাবেশ।