Begin typing your search above and press return to search.

২২ নভেম্বর ১২ ঘণ্টা মধ্য অসম বনধের ডাক

২২ নভেম্বর ১২ ঘণ্টা মধ্য অসম বনধের ডাক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  14 Nov 2018 12:31 PM GMT

গুয়াহাটিঃ ‘জাগিরোড এবং কাছাড় কাগজ কল পুনরুজ্জীবিত করার জন্য ব্যবস্থা গ্ৰহণে রাজ্যের মুখ্যমন্ত্ৰী ব্যর্থ হয়েছেন’। এই অভিযোগ করেছে এইচপিসি পেপার মিলস রিভাইভেল অ্যাকশন কমিটি। ‘কাগজ কলটি দুটি পুনরুজ্জীবিত করার বদলে রাজ্য সরকার উল্টে রাষ্ট্ৰায়ত্ত খণ্ডের দুটো প্ৰতিষ্ঠান চিরতরে বন্ধ করার চক্ৰান্ত করছে’-অভিযোগ করেছে কমিটি।

মঙ্গলবার কমিটি এখানে সাংবাদিকদের বলেছে যে কলের ৩৬ জন কর্মী বিনা চিকিৎসায় মারা গেছেন। দুজন আত্মহত্যা করেছেন। রাজ্যের বাইরে উচ্চশিক্ষার জন্য যাওয়া বহু ছাত্ৰ-ছাত্ৰী ঘরে ফিরে এসেছে তাদের আভিভাবকরা খরচ বহন করতে না পারায়-বলেছে কমিটি।

এনইপিএ কাগজ কল পুনরুজ্জীবিত করতে মধ্যপ্ৰদেশ সরকার ৪৬৯ কোটি টাকা সাহায্য করার উদাহরণ দিয়ে কমিটি বলেছে,কেন্দ্ৰ ও রাজ্য সরকার জাগিরোড ও কাছাড় কাগজ কল খোলার ব্যাপারে ভিন্ন মনোভাব পোষণ করছে। কল দুটি পুনরুজ্জীবিত করার দাবিতে অ্যাকশন কমিটি আগামি ২২ নভেম্বর ১২ ঘণ্টা মধ্য অসম বনধের ডাক দিয়েছে।

Next Story