Begin typing your search above and press return to search.

২৩-২৫ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে চাকমা সাহিত্য সংস্কৃতি উৎসব ২০১৮

২৩-২৫ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে চাকমা সাহিত্য সংস্কৃতি উৎসব ২০১৮

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Dec 2018 12:03 PM GMT

আগরতলা(ত্রিপুরা): আগামী ২৩থেকে ২৫ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চাকমা সাহিত্য এবং সংস্কৃতি উৎসব-২০১৮। রাজ্যের ধলাই জেলার অন্তর্গত লংতরাইভ্যালী এলাকার মাধব মাস্টার স্কুল মাঠে অনুষ্ঠেয় ওই উৎসবে ভারত,বাংলাদেশ,মিয়ানমার থেকে চাকমা সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই উৎসবটি ডুহুডুক সামাজিক সংস্থার উদ্যোগে হবে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান সংস্থাটির সাধারণ সম্পাদক শান্তিবিকাশ চাকমা।

এছাড়া,সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কানাডা এবং অষ্ট্রেলিয়ায় বসবাসকারী চাকমা শিল্পী এবং কলাকৌশলীরা।এই উৎসবে চাকমা লোকগান গেংখুলিগীত, চাকমা সাহিত্যের বই, চাকমা বর্ণমালার স্টল, কবিতা, জনজাতিদের খাদ্য সম্ভারসহ ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরের স্টল থাকবে।

সেই সঙ্গে চাকমা সাহিত্য সংস্কৃতিকে কি করে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়া যায় তানিয়ে আলোচনা সভারও আয়োজন করা হবে।

Next Story